চন্দ্রপাড়া সুলতানিয়া ফাজিল মাদ্রাসা, পোঃ চন্দ্রপাড়া পাক দরবার শরিফ, উপজেলাঃ সদরপুর, জেলাঃ ফরিদপুর। মাদ্রাসাটি ১৯৮২ সালে মরহুম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ পীর সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত। মাদ্রাসায় একটি আবাসিক হোস্টেল আছে। আবাসিক হোস্টেলে প্রায় ২৫০ জন শিক্ষার্থীর থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে। আবাসিক হোস্টেলে ছাত্রদের মনোরম পরিবেশে লেখা পড়া করার জন্য এবং শিক্ষার্থিদের তত্ত্বাবধায়নের জন্য ৪ জন বোর্ডিং সুপার নিয়োগ প্রাপ্ত আছেন। যার ফলে শিক্ষার্থীদের ফলাফল গুণগত ও সন্তোষজনক। মাদ্রাসাটি গঠনগত দিক থেকে U আকারের ৪ তলা ভবন সহ ৪ টি বিল্ডিং আছে। মাদ্রাসাটির শিক্ষারমান উন্নয়ন ও আধুনিকায়ন করার লক্ষ্যে গভার্নিং বডির সদস্যগণ, অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ বদ্ধ পরিকর।
Chandrapara Sultania Fazil Madrasah
EIIN: 108931